ময়মনসিংহের গৌরীপুরে খালে শাক তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় বল্লা বিল থেকে রবিবার দুপুরে এমদাদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ।
নিহত যুবক উপজেলার সিধলাইউনিয়নের গোহালাকাদা গ্রামের আলী হাসনের ছেলে।
নিহত যুবকের পরিবারের লোকজন জানান, এমদাদ শনিবার দুপুরে কলমি শাক তুলতে স্থানীয় বল্লা বিলে গিয়ছিলো। এরপর তিনি আর বাড়িতে ফিরেনি। পরদিন তার মরদেহের সন্ধান পান উল্লেখিত বিলে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহত যুবক সাঁতার জানতেন না। হয়ত পানিতে ডুবে মারা যেতে পাড়ে।