মুন্সীগঞ্জের শ্রীনগরে লকডাউনে কর্মহীন, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মানবিক সহায়তার নগদ অর্থ প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার (০৬ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সোহেল মেম্বারের নিজ বাড়ী থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন, হতদরিদ্র ও নিম্ন আয়ের ৫শত ৫০ জনকে নগদ অর্থ ৫শত টাকা করে প্রদান করা হয়।
কোলাপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিলা ইউপি সদস্য শিল্পী আক্তারের সভাপতিত্বে এ-সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আলী মৃধা, হিসাব রক্ষন অফিসার আকাশ, ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সকলকে স্বাস্থ্যবিধি মেনে এ সহায়তা প্রদান করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখতে বলা হয়েছে।