ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
জয়পুরহাট থেকে ৪৫বোতল ফেনসিডিলসহ ২নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
Reporter Name
নাহিদ আখতার (জয়পুরহাট): জয়পুরহাটের থানাধীন তিলকপুর আক্কেলপুর থেকে  ৪৫ বোতল ফেনসিডিলসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আক্কেলপুর থানার অফিসার ইনর্চাজ মুঠোফোনে জানান- গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে   সিএনজি যোগে জয়পুরহাট থেকে সান্তাহার যাবার পথে উপজেলার তিলকপুর বাজারের ফেনসিডিল সহ তাদের গ্রেফতার করা হয়। থানাসুত্রে আরোও যানাযায় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের  মামলাও রয়েছে।
গ্রেফতারকৃত মাদককারবারী পাবনা  সদর থানাধীন চর তারাপুর এলাকার মৃত আহম্মদ শেখের মেয়ে সাথী বেগম (৩৯) ও রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন রায়পাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী আঙ্গুরা বেগম লাইজু (৪৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃতরা  মাদক চোরাকারবারির সংশ্লিষ্টতা স্বিকার করেছে এবং তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
x