নেছারাবাদে লকডাউনের কারণে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন ও পৌর মেয়র মো. গোলাম কবির।
জানাগেছে, জগন্নাথকাঠি বন্দরের কর্মহীন হয়ে পড়া ১০০ ক্ষুদ্র ব্যবসায়ী ও নরসুন্দর পরিবারের সদস্যদের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে লকডাউনের চতুর্থদিনেও উপজেলা প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে রয়েছেন।