ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছে ভারত
Reporter Name

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক জানিয়েছে ভারত।

মঙ্গলবার (৬ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এই শোক প্রকাশ করেন।

টুইটারে অরিন্দম বাগচী বলেন, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। শোকাহত পরিবার বর্গ ও বাংলাদেশ সরকারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই দুঃখের মুহূর্তে আমাদের প্রার্থনা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম মানুষের সঙ্গে রয়েছে।

রোববার (৪ এপ্রিল) শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। এতে সবশেষ ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

x