ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
দুধের ন্যায্য দাম না পাওয়াতে মাটিতে ঢেলে দিল খামারীরা
অনলাইন ডেস্ক

নাটোরের সিংড়ায় লকডাউনের কারণে বাহির থেকে দুধ ব্যাবসায়ী না আসায় এবং দুধের ন্যায্য দাম না পাওয়াতে দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ করেছে দুগ্ধ খামারীরা। আজ শনিবার সকালে উপজেলার কলম ইউনিয়নের বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন দুগ্ধ খামারী মাটিতে দুধ ঢেলে এই প্রতিবাদ জানান।

খামারীরা জানায়, দুধের দাম ৫০ থেকে ৬০ টাকা লিটার হলেও চলমান লকডাউনের কারণে এখন তাদের ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রয় করতে হয় দুধ। এতে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে এই এলাকার খামারীদের। গরু লালনের খরচও না ওঠায় আগ্রহ হারিয়ে ফেলছে অনেক খামারীর।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. খুরশীদ আলম বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় ৬০০টি দুগ্ধ খামার আছে। আমরা কলম, চামারী, হাতিয়ান্দহ, ইটালী ও ডাহিয়া ইউনিয়নসহ দুগ্ধ খামার এলাকার  সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরন কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠিয়েছি। আশা করছি, আগামীতে এই এলাকায় দুধ শীতলীকরন কন্দ্রে গড়ে উঠলে খামারীরা সরকারি ব্যবস্থাপনায় দুধের ন্যায্য মূল্য পাবে।

2 responses to “দুধের ন্যায্য দাম না পাওয়াতে মাটিতে ঢেলে দিল খামারীরা”

  1. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/29502 […]

  2. Belcampo says:

    … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/29502 […]

Leave a Reply

Your email address will not be published.

x