মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী ইউনিয়নের নতুন ভাসানচর গ্রামের পাকা রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামানের প্রচেষ্টায়।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিনের অনুদানে উপজেলা পরিষদের ইউ ডি এফ প্রকল্পের ৫ লক্ষ টাকা বরাদ্দে শনিবার ১৯ জুন সকালে নতুন ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আবু ইউছুফ তারার বাড়ি পর্যন্ত ১২০ মিটার পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন। নির্মান কাজ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্স।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, ছালে আহমদ বেপারী,
লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিমউদদীন, সাংগঠনিক নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ,লতব্দী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইজ ইসলাম ফালু প্রমুখ।