ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর-উদ্দ্যােগে মেডিকেল ক্যাম্পিং
শ্রীনগর( মুন্সীগঞ্জ)  প্রতিনিধি

শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর-সংগঠনের উদ্দ্যােগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং সেবা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ১৮ জুন) সকাল ১০ টার সময় উপজেলার

আরধি পাড়া খানবাড়িতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও যুব সমাজের উদ্যোগে এ বিনামুল্যে ক্যাম্পিং সেবা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারার আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন যুবধারা আহবায়ক মেহেদী আহমেদ উজ্জ্বল, মো:স্বপন,

রক্তের বন্ধনে বিক্রমপুর- সংগঠনের সদস্য মোঃ তুহিন, লিমন,রিমু আক্তার,জিসান হোসাইন নয়ন,মোঃ রাকিব,অর্ণব হোসেন শুভ,নাসিম,রিফাত,আল-আমিন, বিপুল,তামিম, সালমানসহ সংগঠনের সকল সদস্য।

x