ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
হেলাল উদ্দিন ফুলবাড়ী(কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃৃষ্ট হয়ে তহমিনা বেগম (৩০) নামের এক নারীর মৃৃত্যু হয়েছে।

নিহত ওই নারী শিমুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পূর্ব ফকিরপাড়া (জকুর টল) গ্রামের বাসিন্দা নুর আমিন আলীর স্ত্রী।

পারিবারিক  সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১ টায় তহমিনা বেগম রান্না ঘরে রাইচ কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে  ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহমিনা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

x