ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
ফুলবাড়ীতে কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
হেলাল উদ্দিন ফুলবাড়ী কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ কৃষকলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলার পোদ্দার মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে শনিবার ১২ জুন বিকাল ৩ টায় কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়ার পরিচালনায় ও উপজেলা শাখা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম উমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, কুড়িগ্রাম জেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন।

অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওমীলীগ, কৃষকলীগ, যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

x