ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
শ্রীনগরে তন্তরের ইউপি সদস্য আঃ কুদ্দুস গ্রেফতার
শ্রীনগর প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।

বুধবার সকালের দিকে তন্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকতা( আই/ ও) শ্রীনগর থানার এস আই মোঃ জাকির হোসেন নিয়মিত মামলার আসামী তন্তর গ্রামের মধু শেখের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখকে গ্রেফতার করেন।

এর আগে তন্তর পালবাড়ির পাশে একটি রাস্তা নির্মাণ কাজে কুদ্দুস মেম্বারের বিরুদ্ধে যত্রতত্রভাবে কৃষি জমি কেটে নেওয়ার অভিযোগ তুলেন এ্যাডভোটেক মোহাম্মদ আলীসহ অনেকে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৪ জুন সন্ধ্যার দিকে পালবাড়ির সামনে কুদ্দুস মেম্বারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় একই ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের দিপ্ত, রিফাত, রবিন, মানিক ও সুমন শেখ নামে ৫ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং-৯।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

x