ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
ফেন্ডস্ সােসইটিস ব্যতিক্রমধর্মী ঈদ সামগ্রিক উপহার।
Reporter Name

কােম্পানীগঞ্জ (নােয়াখালী) প্রতিনিধিঃ নােয়াখালী কােম্পানীগঞ্জ ১নং সিরাজপুর ইউনিয়নের চাঁড়াভিটি নামক স্থানে কিছু যুবক মিলে তাঁরা একটি অরাজনৈতিক সংগঠন ফেন্ডস্ সােসাটিস নামে সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন।

এই সংগঠনের সদস্যরা তাঁদের পকেট খরচের টাকা থেকে সঞ্চয় করে সমাজে গরীব ও অসহায়দের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়,তারেই অংশহিসাবে তাঁরা করােনা কালীন গরীব ও অসহায়র মাঝে হাসি ফােটানোর জন্য ফেন্ডস্ সােসইটিস সেচ্চাসেবকদের অবিরাম ছুটে চলা,এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক এলাকা থেকে অন্য এলাকায়,তাঁরা নিজেদের বাইক দিয়ে পৌঁছে দেয় যাঁরা প্রকৃত অসহায় ও গরীব ব্যক্তির মাঝে, ঈদ উপহার হাতে পাওয়ার পর তাঁদের মুখে অকৃত্রিম সন্তুষ্টির হাসিমাখা মুখ এক অন্য রকম অনুভূতি।

এই সংগঠনের উদ্যেগকে স্বাগতম জানিয়েছে, এলাকার সব শ্রেণীপেশার লােকদের কাছে প্রশংসিত হয়েছে।

x