ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
চাটখিলের রাজ্জাকপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Reporter Name

মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা আব্দুস সোবহানের বাড়ীর আব্দুল কাদের কচির ছোট ছেলে ইমাম হোসেন (৪) পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ৬মে দুপুর ২:৩০ পানি থেকে তুলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক শিশু ইমাম হোসেনকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি তার মামার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নানার বাড়ি উপজেলার বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুর আজি মোহাম্মদ নতুন পাটোয়ারী বাড়ির পুকুরে সকলের অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে দুপুর ২:৩০ মিনিটে শিশুটিকে পুকুরের পানি থেকে তুলে আনেন তার ছোট মামা সুমন। উদ্ধার করে চাটখিল হাসপাতালে নেওয়া হয়।

বদলকোট ইউনিয়নের চেয়ারম্যান সোলোমান শেখ এমএ, রাজ্জাকপুর ওয়ার্ডের মেম্বার ও মোহাম্মদপুর ইউনিয়নের বানসা ওয়ার্ডের মেম্বারের পরামর্শে শিশুটিকে তার বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

x