ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
ইরাকে মার্কিন বিমানঘাঁটি আইন আল-আসাদে তৃতীয় বার রকেট হামলা
Reporter Name

ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত আইন আল-আসাদ বিমানঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। গত কয়েক দিনের মধ্যে এই নিয়ে মার্কিন এ ঘাঁটিতে তিনবার হামলা হলো।

ইরাকি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে- আইন আল-আসাদ ঘাঁটিতে দুটি রকেট আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।  বিবৃতিতে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি।খবর তাসনিম নিউজের।

এর আগে সোমবার ইরাকের আল বালাদ বিমানঘাঁটিতে ছয়টি রকেট আঘাত হানে বলে দেশটির একটি টিভি চ্যানেল জানিয়েছে।

এর একদিন আগে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের নিয়ন্ত্রণে থাকা বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা হয়।

এসব হামলা খুব কাছাকাছি সময়ে হয়েছে; কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর দায়িত্ব স্বীকার করেনি। অবশ্য এ ধরনের হামলার জন্য সাধারণত ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোকে দায়ী করা হয়

x