ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
তালা ভেঙে নৌকা চুরি; মামলায় যুবক গ্রেফতার
Reporter Name

এইচ এম জহিরুল ইসলাম মারুফ, স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির রাজাপুরে সাতুরিয়া গ্রামে তালা ভেঙে ডিঙ্গি নৌকা চুরির অভিযোগের মামলায় মো. আসাদুল সরদার (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার পার সাতুরিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুল সরদার ওই এলাকার মৃত কালু সরদারের ছেলে। জানা গেছে, উপজেলার সাতুরিয়া এলাকার মো. ইউসুব মোল্লার ছেলে মো. শহীদ মোল্লার গত ১৫ মার্চ সাতুরিয়ার খাল থেকে তালা ভেঙ্গে ডিঙ্গি নৌকা চুরি হয়।

২৫ এপ্রিল রাতে নৌকা চুরির অভিযোগে শহীদ মোল্লা- আসাদুলসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই পুলিশ আসাদুলকে গ্রেপ্তার করে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসাদুলকে সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

x