ঝালকাঠি জেলাতে (০৭/০৭/২০২১-বুধবার) গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৫০জন।
এ পর্যন্ত মোট শনাক্ত ২৩১৪ জন। নতুন মৃত্যু ০১ জন। মোট মৃত্যু ৪২জন। নতুন করে কেহ সুস্থ হয়নি। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৩৯০জন।
বুধবার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য জানান। ডা. রতন কুমার ঢালী সকলকে সচেতন করে বলেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন আপনার চিন্তা আপনি নিজেই করবেন– ঘরে থাকবেন নাকি বাহিরে বাহিরে ঘুরে করোনায় আক্রান্ত হবেন ??? নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন।
যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা ও মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে বুঝান। প্রয়োজন ছাড়া যাতে তারা ঘরের বাইরে বের না হন।
আপনি এবং অন্যের মাঝে শারীরিক দুরত্ব (৬ ফুট) বজায় রাখুন, বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলেই মাস্ক পড়ুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহযোগীতা করুন।