ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
গোয়াইনঘাটে গরীব শ্রমিকদের মাঝে নৌকা বিতরণ
আব্দুল কাদির,সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অসহায় গরীব নৌ-শ্রমিকদের মাঝে নৌকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে, গরীব এন্ড এতিম ট্রাস্ট ফাউন্ডেশন, ইউকে এর অর্থায়নে উপজেলা প্রতিনিধি সমাজসেবক মাওঃ দেলওয়ার হোসেনের ব্যবস্থাপনায় গোয়াইনঘাট প্রেসক্লাব সংলগ্ন গোয়াইন নদীতে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাওড় এলাকায় বসবাসরত অসহায় গরীব ১০ জন নৌ শ্রমিকদের মাঝে এসব নৌকা বিতরণ করা হয়।

নৌকা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব, লেঙ্গুঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ আখলাকুল আম্বিয়া।

এ সময় অন্যান্যের মাঝে আরোও উপস্থিত ছিলেন ইউপি সদস্য তৈয়বুর রহমান তৈয়ব, সমাজসেবক হাসান আহমদ চৌধুরী, ইকবাল হোসেন ও আব্দুল মনাফ প্রমুখ।

এ ব্যাপারে খৈয়া হাওড় গ্রামের অসহায় নৌ শ্রমিক তৈয়ব আলীর প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, বর্ষার সময় নৌকার অভাবে ছেলে-মেয়েদের স্কুল বা মসজিদে পাঠানো যায় না। এখন অনেক কষ্ট লাঘব হবে বলে তিনি মনে করেন।

x