ঢাকা, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ এর বৃক্ষরোপণ কর্মসূচি -২০২১ইং সম্পন্ন
আব্দুল কাদির, সিলেটঃ

“সবুজায়নে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের অভিযাত্রা” মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তীতে জকিগঞ্জের প্রতিটি কলেজ এবং কমর উদ্দিন চোধুরী উচ্চ বিদ্যালয়ে সোমবার সারাদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও জকিগঞ্জ বাজারের আইল্যান্ড পরিষ্কার করে ফুলের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, বারহাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইছামতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, জিএমসি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু রায়হান, হাফসা মজুমদার মহিলা কলেজের প্রভাষক স্বপন আহমদ, শাহজাহান আহমেদ, শাহিন আহমদ, গুরুসদয় স্কুল এন্ড কলেজের প্রভাষক সাবু আহমেদ, কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, মানিকপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী রিলন, সাংবাদিক এনামুল হক মুন্না, ব্যবসায়াী খালেদ মাহমুদ চৌধুরী, মো মিসবাহ উদ্দিন, আব্দুল জব্বার, আব্দুস সামাদ চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী রাদু, সাহান আহমেদ চৌধুরী’সহ মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ সকল সদস্যরা।

পূর্ব সিলেট ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত জকিগঞ্জ তথা পুরো সিলেটে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে কাজ করে আসছে – সেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষ রোপণ কর্মসূচি, ঈদ সামগ্রী বিতরণ, অসহায় গরিব মানুষের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা, ক্লিন মোভমেন্ট’সহ বিভিন্ন সচেতনতা মূলক কাজ করে আসছে।

দিনব্যাপী এই কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলো ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাস্ট।

Leave a Reply

Your email address will not be published.