সিলেট সিটি কর্পোরেশনের উদ্যেগে, ইউএন ডিপির অর্থায়নে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরানের সহাযোগীতা বাগবাড়ী নরশিংটিলায় গভীর নলকুপ স্হাপনের উদ্বোধন করেন।
এতে নরশিংটিলার জালালী ৪৮ এর সত্ত্বাধিকারী আব্দুল মান্নান নিজ জায়গায় গভীর নলকুপ স্হাপনের জন্য ভুমি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, (সিডিসি সভাপতি ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান) বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জাতীয় সাপ্তাহিক বাংলার মাটির সম্পাদক ও প্রকাশক আখলিছ আহমদ চৌধুরী, নরশিংটিলা উন্নয়ন কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরী, সাংবাদিক ফারুক আহমদ চৌধুরী, জসিম উদ্দিন, মিন্টু খান,ইউ এনপির(সিডিসি) ক্যাশিয়ার, রুমানা আক্তার,(সিডির মুক্তিযুদ্ধা ক্লাস্টার) সেক্রেটারি শিবলী বেগম।