দৈনিকসিলেটডটকম: সিলেট জেলার গোয়াইনঘাট থানার তুয়াক্কুল বাজার ইউনিয়নের সোনার বাংলা বাজারে ভোক্তা অধিদপ্তর ও র্যাব-৯ এর অভিযান পরিচালিত হয়।
বুধবার (২৪ মার্চ) অভিযানে নকল ব্যান্ডরোল যুক্ত কনা বিড়ির ডিলার কামাল আহমেদের গুডাউন থেকে ৪ বস্তা মোট ২ লক্ষ পরিমাণ কনা বিড়ি আটক করা হয়।
অবৈধ ব্যাবসার সাথে জড়িত থাকার কারণে উক্ত ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
পরবর্তীতে তুয়াক্কুল বাজার ও সালুটিকর বাজারে অভিযান চালিয়ে আরও ২০ হাজার অবৈধ কনা বিড়ি ও ইন্ডিয়ান পাতার বিড়ি জব্দ করা হয় ও ৪ জন ব্যাবসায়ীকে আরো ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। ভবিষ্যৎ এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন