ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে একদিনে ২২৫ জন শনাক্তের রেকর্ড
মাসুদ আলম চয়ন, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার আগের সব রেকর্ড ভেঙে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২৫ জন। এর আগে একদিনে এতো শনাক্ত আর দেখেনি মৌলভীবাজার। একইসাথে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।

বুধবার (২৮ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ। এই হার এর একদিন আগে ৪১ দশমিক ৯ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণের হারে তেমন একটা পরিবর্তন আসেনি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ১০৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৭২ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।

নতুন শনাক্ত ২২৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১১৯ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ৩০ জন, বড়লেখার ২১ জন, কুলাউড়ার ৪৩ জন, রাজনগরের ১০ জন। সর্বশেষ একদিনে জুড়ী উপজেলায় নতুন করে কেউ শনাক্ত হননি। এ নিয়ে জেলায় ৫ হাজার ১০৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৪০ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৫ জন, বড়লেখার ১৭ জন, কুলাউড়ার ১ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। তারা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী। এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে মোট ৫৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৭ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩২ জন রয়েছেন।

2 responses to “মৌলভীবাজারে একদিনে ২২৫ জন শনাক্তের রেকর্ড”

  1. … [Trackback]

    […] There you will find 2365 additional Information to that Topic: doinikdak.com/news/41004 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/41004 […]

Leave a Reply

Your email address will not be published.

x