বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেলান্দহ উপজেলা শাখার অন্তর্গত ১০টি ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৪ জুলাই শনিবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মো. মনোয়ার হোসেন মনু ও সিনিয়র যুগ্ম আহবায়ক এম.এ গফুর স্বাক্ষরিত এই আংশিক আহবায়ক কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়।
মেলান্দহের অন্তর্গত ইউনিয়ন যুবদলের কমিটিতে ১নং দুরমুট ইউনিয়নে মো. হেলাল উদ্দিন হেলালকে আহবায়ক ও বিলাশ সরকারকে সদস্য সচিব, ২নং কুলিয়া ইউনিয়নে মো. মাসুদ রানাকে আহবায়য়ক ও মো. মুরাদুজ্জামান মুরাদকে সদস্য সচিব, ৩নং মাহমুদপুর ইউনিয়নে মো. গোলাম মোস্তফাকে আহবায়ক ও মো. সোলাইমানকে সদস্য সচিব, ৪নং নাংলা ইউনিয়নে মো. শাহদাৎ হোসেন ফরহাদকে আহবায়ক ও মো. মনির জামালীকে সদস্য সচিব, ৫নং নয়ানগর ইউনিয়নে মো. মোস্তাফিজুর রহমান ফিজুলকে আহবায়ক ও মো. সোহেল রানাকে সদস্য সচিব, ৬নং আদ্রা ইউনিয়নে মো. আল-আমিন শিলুকে আহবায়ক ও মো. তৌহিদুল ইসলাম অটলকে সদস্য সচিব, ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়নে মো. আতিকুর রহমান বিদ্যুৎকে আহবায়ক ও মো. লাভলু মিয়াকে ১নং যুগ্ম-আহবায়ক, ৮নং ফুলকোচা ইউনিয়নে মো. সাইফুল ইসলাম কলিন্সকে আহবায়ক ও মো. মোকলেছুর রহমান মুকুলকে সদস্য সচিব, ৯নং ঘোষের পাড়া ইউনিয়নে ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও মো. সুমন হোসেন তারাকে সদস্য সচিব, ১১নং শ্যামপুর ইউনিয়নে মো. ওবাদুল্লাহ রহমানকে আহবায়ক ও মো. শাহজাহানকে সদস্য সচিব করে আংশিক কমিটি অনুমোদন দেন নেতৃবন্দ।
উপরোক্ত সকল কমিটিই ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। নবগঠিত আংশিক আহবায়ক কমিটিগুলোর আহবায়ক ও সদস্য সচিবকে আগামী ৩০দিনের মধ্যে ২১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করে জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।