ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ
Reporter Name

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু টাকা।

জুয়াড়িরা হল, শায়েস্তাগঞ্জের নিজগাও গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আবুল মিয়া, একই গ্রামের মৃত রওশন আলীর পুত্র ইদ্রিস আলী, দাউদনগর বাজার এলাকার মৃত মনা রবি দাসের পুত্র সুমন রবি দাস ও বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার সোনামোড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র মোঃ আলী নেওয়াজ।

তবে গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব। তিনি জানান, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাও রেলওয়ে জংশন এলাকার হরিজন পল্লীতে কিছুদিন যাবত জুয়া খেলা হচ্ছিল এমন সংবাদ আসে পুলিশের কাছে। বিষয়টি আমলে নিয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, জুয়াড়িদের কাছ থেকে জুয়ার খেলার ৫২পিস তাস, নগদ ১২শ’ ৩৫ টাকা উদ্ধার করা হয়। বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

x