ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
লাখাইয়ে নয়দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু
আশীষ দাশ গুপ্ত লাখাই হবিগঞ্জ

লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের  ধর্মীয়   উৎসব   রথযাত্রা নয় দিন ব্যাপী  মহোৎসব-২০২১ইং-এর প্রথম রথযাত্রা

গতকাল  ১২ জুলাই সোমবার অনুষ্ঠিত শুুরু  হয়েছে ।

উল্টো রথযাত্রা ২০ জুলাই মঙ্গলবার (শায়ন একাদশীর দিন) অনুষ্ঠিত হবে।

এবারও রথযাত্রা মহোৎসব গতবারের মত বৈশ্বিক মহামারি ভয়াবহ করোনাভাইরাস সংক্রমন বৃদ্ধির কারণে উপজেলার কয়েকটি   মন্দির   কীর্ত্তনসহকারে রথ টেনে নিয়ে নিজ নিজ মন্দির   প্রাঙ্গণে রাখবে। মন্দির ও দেবালয়গুলি সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মন্দির ও দেবালয় অভ্যন্তরে সনাতন ধর্মীয় নিয়ম রিতি ও আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করবে বলে জানিয়েছেন মোড়ামুড়ি গোপাল জিউ মন্দিরের সেবায়েত শ্রী সৎসরুপ দাস।     প্রতি বছর উপজেলার মোড়ামুড়ি   শ্রীশ্রী গোপাল জিউর মন্দির থেকে কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন বি বাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার ফানদাউক শ্রী শ্রী গোপাল জিউর মন্দির রথ নিয়ে যাওয়া হতো আবার উল্টো রথ  পর নিয়ে আসা হতো। হাজার হাজার ভক্তের সমাগমে মোড়ামুড়ি থেকে ফান্দাউক পর্যন্ত রাস্তায় মানুষের ঢল নেমে আসতো।

লাখাই হরিসংঘ মন্দিরের গীতা শিক্ষা স্কুলে শিক্ষক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের সদস্য বিষ্ণু চন্দ্র দাস বলেন   লকডাউন এর সামাজিক দূরত্ব  ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মন্দির  অভ্যন্তরে সনাতন ধর্মীয় নিয়ম নীতি ও আচার অনুষ্ঠান সীমিত পরিসরে যথাযথভাবে পালন করবে  উপজেলার মোড়াকরি  ইউনিয়নে শ্রীশ্রী গোপাল জিউর মন্দিরে পূর্ববুল্লা শ্রীশ্রী গোপাল মন্দিরে লাখাই মামুদপুর গোপীনাথ মন্দির    রথযাত্রা উদযাপন কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা।

One response to “লাখাইয়ে নয়দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু”

  1. … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/35531 […]

Leave a Reply

Your email address will not be published.

x