ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
রাজারহাটে করোনার বিস্তার রোধে উপজেলা প্রশাসন সহ সেনাবাহিনী
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম জেলার রাজারহাটে আজ (৪জুলাই) রবিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের নেতৃত্বে রাজারহাট শহর সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে করোনার বিস্তার ঠেকাতে থানা পুলিশ ও তিন প্লাটুন সেনাবাহিনী মাঠে অভিযান চালায়। কুড়িগ্রাম জেলায় ভারতীয় ভাইরাস ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিমের নির্দেশে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি) সহ থানা পুলিশ ও আনছার বাহিনী।

এসময় সরকারী বিধিনিষেধ উপেক্ষা করে যারা বিনা কারনে রাস্তায় বের হচ্ছে এবং দোকান পাট খোলা রাখছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জেল ও জরিমানা করা হয়।অভিযানে সেনাবাহিনী টিমের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগমের নেতৃত্বেও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এছাড়াও রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকারের নেতৃত্বে রাজারহাট বাজারসহ বিভিন্ন হাট বাজারে অভিযান অব্যাহত আছে।

x