ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
জার্মানি ১ কোটি নাগরিককে করোনার ভ্যাকসিন দিয়েছে
Reporter Name

জার্মানিতে এরইমধ্যে এক কোটি মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স পান শনিবার এ তথ্য দিয়েছেন। একইসঙ্গে ৪৩ লাখ জন উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন বলেও জানান তিনি। ইয়েন্স ¯পান বলেন, যারা ইতিমধ্যে টিকার দুই ডোজই পেয়েছেন তারা পুরোপুরি নিরাপদ।
ডয়েচে ভেলের খবরে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরে জার্মানিতে ভ্যাকসিন কার্যক্রম চালু হয়। প্রথম থেকেই দেশটির ভ্যাকসিন কার্যক্রমে ধীরগতি দেখা যায়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয় জার্মান সরকারকে। তবে এখন দেশটিতে ভ্যাকসিন গ্রহণ করাদের সংখ্যা কোটি ছাড়িয়েছে।

সরকার সিদ্ধান্ত নিয়েছে, যারা উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের চলাফেরার ওপরে আর কড়াকড়ি আরোপ করা হবে না। ইয়েন্স বলেন, যারা ইতিমধ্যে করোনা টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন তারা পুরোপুরি নিরাপদ এমনটা বিবেচনায় নিয়ে তাদের জীবনযাত্রা শিথিল করার বিষয়টি সরকার বিবেচনা করছে।

Leave a Reply

Your email address will not be published.

x