ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে ফুটফুটে এক নবজাতক উদ্ধার
Reporter Name

মোঃ শাহীন আলম ,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট গুরুপাড়া এলাকায় ভুট্টাক্ষেতে শিশুর কান্না শুনে ফুটফুটে এক নবজাতক শিশু উদ্ধার করলেন এলাকাবাসী। নবজাতকের সাজগোজ ও সুস্বাাস্থ্য প্রমান করে কোন বড়লোকের শিক্ষিত অবিবাহিতা মেয়ের গর্ভে  জন্ম নেয়া, শিশুটির প্রকৃত মা-বাবা কারা তাদের খুঁজে বের করতে হবে।

ওই এলাকার সাহেব আলী জানান,আজ শুক্রবার ভোররাতে কে বা কারা নবজাতক শিশুটিকে ফেলে গেছেন তা এখনও অজানা।তবে প্রশাসন প্রযুক্তি ব্যবহারে লোকেশন ট্রেস করতে পারেন বলে জানা গেছে। সুস্থ্য সবল ও

বেশ সাজুগুজু ওই নবজাতক এলাকার একজন মা’য়ের জিম্মায় আছে । শিশুটিকে একনজর দেখার জন্য কৌতূহলী জনতা ভীড় করছেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান নবিবর রহমান সত্যতা স্বীকার করেছেন।

বিষয়টি এলাকায় বেশ কৌতূহল ও চাঞ্চল্য সৃষ্টি করেছে।

x