মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় গ্যাসের চুলায় রান্না করার সময় কাপড়ে আগুন লেগে শাহিনা বেগম(৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত্যু শাহিনা বেগম সিংঙ্গিমারী এলাকার মৃত আবু সাঈদের মেয়ে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে রান্না করার সময় তার শরীরে থাকা কাপড়ে আগুন লেগে যায়, এতে গুরুতর অগ্নিদগ্ধ হয়।
জানা গেছে, ইফতারের আগে গ্যাসের চুলায় রান্না করছিলো শাহিনা বেগম, এ সময় তার শরীরে থাকা কাপড়ে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হয়ে শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায় তার। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবেই দুঃখ জনক কিন্তুুক পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।