রাজশাহীতে র্যাবের হাতে আটক হয়েছে বিভিন্ন যৌন-সামগ্রীসহ মানব পাচারকারী চক্রের ১৬ সদস্য। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে র্যাব মহানগরীর সাহেববাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকরা হলেন, মহানগরীর রামচন্দ্রপুর এলাকার আবেদ সরকারের ছেলে আমিনুল, মহানগরের দরগাপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে আসাদ আলী ওরফে সুজন, একই এলাকার বাবলুর রহমানের ছেলে স্বাধীন, মহানগরের হোসেনীগঞ্জ এলাকার মৃত মাজদার রহমানের ছেলে গোলাম রাব্বানী ওরফে বাপ্পি, নীলফামারী জেলার সৈয়দপুর থানার নিজবাড়ি এলাকার মৃত শিশিন চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস, দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামের শমসের আলীর ছেলে শহিদুল, রাজশাহীর বেলপুকুর এলাকার ছত্রগাছা এলাকার একরামের ছেলে মোখলেছুর রহমান, নারায়নপুর এলাকার সাহাদ আলীর ছেলে নসিব আলী ও মহানগরের হাদির মোড় এলাকার মৃত রমজান আলীর ছেলে শাহিন আলী। তবে সাত নারীর নাম পরিচয় জানায়নি র্যাব। গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,আটককরা একটি বড় মানব পাচারকারী চক্রের সদস্য। তারা নারী ও পুরুষ পাচার করে। তাদেরকে দিয়ে পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐের সঙ্গেও তারা জড়িত।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বোয়ালিয়া থানার সাহেববাজার স্বর্ণকারপট্টিতে থাকা হোটেল ওয়েলকাম আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। ওই হোটেলের তৃতীয় তলা থেকে তাদেরকে আটক করা হয়। এবং মানবপাচার চক্রের সদস্যদের কাছ থেকে নিরাপদ কনডম ৮০ পিস, যৌন উত্তেজক জেল ৪ পিস, নারিকেল তেল ৪ বোতল, ভিজিটিং কার্ড ১০০টি, মোবাইল ২১টি ও নগদ এক লক্ষ নয় হাজার বিশ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তাদেরকে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানোা হয়েছে।