ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
৩ বিমানবন্দরে করোনা পরীক্ষাকেন্দ্র বসানোর দাবি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশের ৩টি বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের জন্য করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থার দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এই দাবি জানান।

মোছলেম উদ্দিন বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষার জন্য দ্রুত আরটিপিসিআর ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, “যারা এখন বিদেশ যাচ্ছেন তাদের করোনার পরীক্ষা করে যেতে হয়। কিন্তু করোনা পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়ার কারণে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রার ছয় ঘণ্টা আগে জমা দিতে হয় পরীক্ষার ফলাফল। যে কারণে অনেককেই ভোগান্তির শিকার হতে হচ্ছে।”

এই ভোগান্তি থেকে রক্ষায় তিনি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রাখার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published.

x