ইহুদিবাদী দেশ ইসরাইলে দুই ডোজ করোনার টিকা দেওয়ার পরও নাগরিকদের দেওয়া হচ্ছে বুস্টার ডোজ।
এর পরও ডেল্টার প্রভাবে নতুন করে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ছয় মাসের মধ্যে গত মঙ্গলবার সর্বোচ্চসংখ্যক আট হাজার ৬৪৬ জন ইসরাইলির প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। খবর আনাদোলুর।
দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, এ পর্যন্ত ইসরাইলে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ২২৬ জন। দেশটিতে করোনায় মারা গেছে ছয় হাজার ৬৪৯ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫৫ হাজার ৩২৩ জন। এদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ৫৫৯ জনের।
বিশ্বে সবচেয়ে দ্রুত করোনার টিকা দেওয়ার রেকর্ড ইসরাইলের। এ পর্যন্ত দেশটির ৫৮ লাখ নাগরিক করোনার প্রথম ডোজ, ৫৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ এবং ১০ লাখ নাগরিক পেয়েছেন তৃতীয় বা বুস্টার ডোজ।