নওগাঁর সাপাহারে কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলায় করোনা ও লকডাউনের কারনে কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল কিছু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর জরুরি সহায়তা হিসাবে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, লবন ও একটি করে সবান বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন জানান, করোনা ও লকডাউনের কারনে যারা কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে এবং প্রকৃত অস্বচ্ছল পরিবারগুলো খুঁজে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।