ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
আসক ফাউন্ডেশন ও জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জামালপুর জেলা শহরে মাস্ক বিতরণ
আবু সাঈদ পলাশ,জামালপুর

করোনা মহামারীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আসক ফাউন্ডেশন ও জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার যৌথ উদ্যোগে আজ শহরে বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

আজ দুপুর ১২ ঘটিকায় জেলা শহরের প্রাণকেন্দ্র গেইটপাড়ে এই মাস্ক বিতরণ করা হয়।মাস্ক বিতরণকালে জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার আহ্বান করা হয়।

মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,এ জলিল। আসক ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি জনাব নুরুল ইসলাম চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম,আসক ফাউন্ডেশন ও জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আহসান হাবীব স্বপন সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

x