ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
বৃহস্পতিবারও সিলেটে বিদ্যুৎ বিভ্রাট, বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দৈনিক ডাকঃ আজ বৃহস্পতিবারও (৮ জুলাই) সিলেটে ঘটবে বিদ্যুৎ বিভ্রাট। মেরামত ও সংরক্ষণ কাজের জন্য টানা ৮ ঘণ্টা নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত সোমবার বিদ্যুৎ অফিসের এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ,কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, ফুলবাগ ও আশপাশ এলাকা, শিবগঞ্জ, সেনপাড়া, হাতিমবাগ, মনিপুরীপাড়া, লামাপাড়া, মনিপুরী পাড়া ও ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করেছেন। ঘোষিত সময়ের আগেই মেরামত কাজ শেষ হয়ে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

x