ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
সরকারি বিধিনিষেধ অমান্য করায় কঠোর অবস্থানে প্রশাসন
ইয়াছিন কবির, কামারখন্দ

বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ভাইরাস উচ্চমাত্রার সংক্রমণ রোধে লকডাউনের চতুর্থ দিনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি বিধি নিষেধ অমান্য করায় কঠোর অবস্থানে নিয়েছে উপজেলা প্রশাসন। লকডাউনের মধ্যে বিভিন্ন দোকানপাট খোলা রাখায় একাধিক দোকান মালিক, ক্রেতা ও পথচারীদের মূখে মাস্ক না থাকায় ভ্রাম্যমাণ অাদালত ১৭টি মামলায় ১৩ হাজার ৯০০ টাকা অর্থদন্ডীত করে জরিমানা আদায় করেছেন।

রবিবার ( ৪ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার জামতৈল বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের একটি টিম। দোকান মালিকদের ও পথচারীদের স্বাস্থ্য সচেতনতা মেনে চলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।

এসময়ে ভ্রাম্যমাণ পরিচালনায় নেতৃত্ব দেন কামারখন্দ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার। তিনি জানান বারবার বলা হলেও এসকল দোকান মালিকরা সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খুলে রেখে বেচা-কেনা করে থাকে। গোপন সূত্রের মাধ্যমে জানা যায় কিছু কিছু দোকানদার এক সার্টার খুলে ভিতরে ক্রেতা প্রবেশ করে বেচা-কেনা করেন। বাজারের মধ্যে অপ্রয়োজনে ঘোরাঘুরি ও মূখে মাস্ক না থাকায় ১৭টি মামলায় ১৩ হাজার ৯০০ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

এছাড়াও তিনি আরও বলেন জরিমানা করা প্রশাসনের মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি ঘোষণা দেওয়া লকডাউন বাস্তবায়ন করা।

x