ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
বানারীপাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
নাহিদ সরদার বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় গোয়াইলবাড়ি গ্রামে তানিয়া (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩ জুলাই শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে তানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তানিয়া সলিয়াবাকপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের মোঃ দেলোয়ার বেপারির মেয়ে ও মো: জামাল হোসেন বেপারির স্ত্রী।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ বলেন শারীরিক অসুস্থতা থাকায় উন্নত চিকিৎসা করাতে না পেরে হতাশা থেকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এদিকে তানিয়ার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তার লাশের ময়না তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনের দাবি জানিয়েছেন।

x