ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীউল আলম আর নেই
ভাস্কর সরকার (রা.বি ):

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. শামীউল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ২টায় রাজশাহী নগরীর সিডিএম হাসপাতালে মারা তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর।

জানা যায়, অধ্যাপক শামীউল অন্ত্রের অপারেশন পরবর্তী জটিলতায় ভুগছিলেন। বাদ জুমা রাবির কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন করা হয়।

শামীউল আলমের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভিসি (রুটিন দায়িত্ব) অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী এম. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় ভিসি এ প্রতিভাবান শিক্ষকের কৃষিবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণায় অবদান স্মরণ করেন। তিনি বলেন, মানুষের মৃত্যু অবধারিত হলেও তার এ অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

x