ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
সিলেটে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট প্রতিনিধি

সিলেটে সদর উপজেলার জাঙ্গাইল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কালা মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এসময় পুলিশ তার কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৮শত টাকা বলে জানায় পুলিশ। এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশের এসআই লিটন চন্দ্র নাথ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২৯ জুন) সকালে পুলিশ কালা মিয়াকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে সোমবার (২৮ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত কালা মিয়া জালালাবাদ থানাধীন জাঙ্গাইল পূর্বপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন। তিনি বলেন, পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কালা মিয়াকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৮শত টাকা। তার বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

x