বরগুনার পাথরঘাটা উপজেলার ৫ নম্বর নাচনাপাড়া ইউনিয়নে জ্ঞানপাড়া গ্রামে গ্যাসের সিলেন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে লাগে। পুরো বাড়িটি আগুনে পুরে যায় । ঘরের মধ্যে থাকা কোরআন শরীফ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার (২৬মে) রাত সারে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর নাচনাপাড়া ইউনিয়নে জ্ঞানপাড়া গ্রামে মোঃ ইউনুস আলীর বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাথরঘাটা স্টেশান ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মারুফ হােসেন জানান , শনিবার রাত ১০টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের মোঃ ইউনুস আলীর বসত ঘরে তরকারি গরম করতে গেলে গ্যাসের সিলেন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ইউনুস আলীর পরিবারের লোকজনের চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয়রা আমাদেরকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘরের ভিতর থাকা মালামাল পুড়ে যায়।
পাথরঘাটার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে ।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে ।