ময়মনসিংহের ভালুকা উপজেলায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষকের নামে মামলা দায়ের করা হয়েছে।
৮ জুন মঙ্গলবার সকালে ভালুকা মডেল থানায় নয় বছরের শিশু ধর্ষণচেষ্টায় মামলা করা হয়। এ ঘটনা কাউকে না বলতে শিশুটির হাতে ১০ টাকা ধরিয়ে দেন অভিযুক্ত শিক্ষক।
অভিযুক্ত ব্যক্তি মাহমুদুল হাসান ওরফে আলামিন (৪০) একটি কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ শিশুকে প্রাইভেট পড়ান মাহমুদুল। ভুক্তভোগী শিশুটি তাঁর কাছে পড়ে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওই শিশুকে ছাড়া সবাইকে ছুটি দিয়ে দেন তিনি। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। বিষয়টি কাউকে না বলা জন্য তিনি ওই শিশুর হাতে ১০ টাকা ধরিয়ে দেন। শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তাঁর পরিবারের কাছে বলে দেয়। রাতে মেয়েকে নিয়ে থানায় মামলার আবেদন করেন বাবা। পুলিশ আজ সেটি মামলা হিসেবে গ্রহণ করে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিশুর বাবা মামলা করেছেন। অভিযুক্ত ওই শিক্ষকের স্ত্রী-সন্তান রয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।