ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
রাজশাহীতে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই
Reporter Name

রাজশাহী জেলায় করোনাভাইরাস শনাক্তের হার বেড়েই চলেছে। বৃহস্পতিবার জেলায় ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়াও বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত পাঁচজন এবং উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছে।

রামেক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রামেক ল্যাবে এবং রামেক হাসপাতালে ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০০ জনের ফল পজেটিভ আসে। অর্থাৎ শনাক্তের হার ৪৬ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল জেলার উপজেলা পর্যায়ে ৫০ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ২৮ শতাংশ।

x