ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
চরফ্যাসনে ৫শত মরা মুরগী বিক্রির দায়ে ১ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
Reporter Name

আর জে শান্ত,ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় ৫ শত মরা মুরগী বাজারে বিক্রি করার উদ্যেশে ব্যবসায়ী মিরাজের দোকানে ড্রেসিং করতে আনার পর পৌর মেয়র এসএম মোরশেদ ও পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু’র নেতৃত্বে মরা মুরগীসহ বিক্রেতা মোঃ রাসেল (২৫) কে আটক করে। শনিবার রাত ১০টায় চরফ্যাসনেরর পুর্ববাজার মিরাজের দোকান থেকে ৫শ’ মরা মুরগীসহ মুরগীর মালিক রাসেল কে ভ্রাম্যমান আদালতে নিয়ে আসেন কাউন্সিলর সামু। রাসেল উপজেলার আবুবকরপুর গ্রামের মৃত আবফুস শহিদ দালালের ছেলে। সে পেশায় মুরগী ব্যবসী। রাসেল জানান, মুরগীসহ তার মালিক শাহে আলম ড্রেসিং করার জন্য এসেছিলো। তবে ড্রেসিং ব্যবসায়ী মিরাজ পলাতক রয়েছে।

চরফ্যাসন হাসপাতালের ইউএইচ ডাঃ শোভন বসাক জানান, মুরগীগুলো কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, ওই মরা মুরগী যে খাবে সে নানান রোগে আক্রান্ত হবে। যেমন ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওসহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস অভিযুক্ত মরা মুরগী ব্যবসায়ী রাসেলের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

3 responses to “চরফ্যাসনে ৫শত মরা মুরগী বিক্রির দায়ে ১ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা”

  1. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/17754 […]

  2. dewasgp says:

    … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/17754 […]

  3. … [Trackback]

    […] Read More Info here on that Topic: doinikdak.com/news/17754 […]

Leave a Reply

Your email address will not be published.

x