ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
সিলেটে হেফাজত, ছাত্রলীগ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ আহত ৫
Reporter Name

সিলেটে হেফাজতের ডাকে হরতাল চলাকালে হেফাজত ও ছাত্রলীগ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ সংঘঠিত হয়েছে। রোববার (২৮ মার্চ) দুপুর সাড়ে সাড়ে বারোটার দিকে নগরীর বন্দরবাজারস্থ কামরান চত্বরের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাথমিকভাবে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন ছাত্রলীগ কর্মীও রয়েছেন।

দুপুর ১২টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের সামনে থেকে হরতালবিরোধী মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্ট ঘুরে কামরান চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় সিলেট সিটি সুপার মার্কেটের সামনে থাকা কয়েকজন হেফাজত নেতাকর্মী সেখান থেকে স্লোগান দিতে থাকলে ছাত্রলীগ ধাওয়া দেয়। তখন হেফাজত নেতাকর্মীরা দৌঁড়ে সিটি সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। ছাত্রলীগের ধাওয়ায় সিটি মার্কেটের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে কামরান চত্বরের দিকে নিয়ে যান। পরে ছাত্রলীগ আবারও সংঘবদ্ধ হয়ে হেফাজত নেতাকর্মী এবং ব্যবসায়ীদের ধাওয়া করে এবং সংঘর্ষ বাধে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এতে করে তাৎক্ষণিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে জানা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী দাবী করেছেন। নিউজ সোর্সঃ সিলেটে সংঘর্ষ, আহত ৫

Leave a Reply

Your email address will not be published.

x