হেফাজতের হরতালকে প্রত্যাখান করে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট আওয়ামী লীগ।
রোববার দুপুর ১২টার দিকে কোর্ট পয়েন্ট দখলে নেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে হরতালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। সকল যানবাহনকে চলাচলের আহ্বান জানান।
নগরীর বিভিন্ন জায়গায় মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ ছাড়া সংগঠনটির অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছেন।
কোর্ট পয়েন্ট ছাড়াও নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, কামরান চত্বর, চৌহাট্টা, রিকাবীবাজার সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে। নিউজ সোর্সঃ হেফাজতের হরতালকে প্রত্যাখান করে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট আওয়ামী লীগ।