সিলেটে হরতাল বিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ। দুপুর ১২টার দিকে জেলা পরিষদের সামনের থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে আসা মাত্র কোর্ট পয়েন্ট থাকা হেফাজতের নেতাকর্মীদের ধাওয়া করেন।
এসময় হেফাজতের নেতাকর্মীরা সোবহানীঘাটের দিকে দৌড়ে পালিয়ে যায়।
কোর্ট পয়েন্ট ছাড়াও নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, কামরান চত্বর, চৌহাট্টা, রিকাবীবাজার সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে।
মিছিলে সিলেট জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন।