ঢাকা, শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
অসহায় ও দুঃস্থ মানুষের পাশে সেনা ও নৌবাহিনী
Reporter Name

করোনা মোকাবেলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনী

আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী আজ রোববার সকালে রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে গরীব ও দুঃস্থ ৪০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। এছাড়াও, কাপ্তাই জোনের ৭ আর ই ব্যাটালিয়ন কাপ্তাই এ ২৫ জন গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

করোনায় কর্মহীন পার্বত্যাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে সেনাবাহিনী নিজেদের রেশনের একটি অংশ বিতরণ করে আসছে। দূর্গম পাহাড়ি পথ পায়ে হেটে পাড়ি দিয়ে কাঁধে করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মাঝে পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা। যাতে মানুষ খাদ্য সংকটে না পরে।

সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম পার্বত্য অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়,  নৌবাহিনীর সদস্যরা আজ রোববার রাজধানী ঢাকার ভাষানটেক এলাকার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। এছাড়া খুলনা শহরের খালিশপুর বিহারী পল্লীতে ৩০০ অসহায় পরিবার, রুপসা ঘাট এলাকার ৫০০ পরিবার এবং খুলনার লবনচরা এলাকার ২০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও, চট্টগ্রামের কাঠগড়, ডেল পাড়া ও চড়হালদা এলাকার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বানৌজা মংলা কর্তৃক দিগরাজ বাজার ও তৎসংলগ্ন এলাকার ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

চট্টগ্রামের পোর্ট, বন্দর এলাকা ও সেন্টমার্টিন এর ৭০০ অসহায় জেলে ও দরিদ্র পরিবারের মাঝে এই সহায়তা বিতরণ করে। বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার, বানিয়াসান্তা ও মোংলা পৌর এলাকার অসহায় ও দরিদ্র ৪০০ পরিবার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পাশ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া নৌবাহিনী জাহাজ সালাম ও কর্ণফুলী বরিশাল ও পটুয়াখালীর দরিদ্র জেলেদের মাঝে অনুর্রপ সহায়তা বিতরণ করছে। পাশাপাশি খুলনার শিপইয়ার্ড ও হরিণটানা এলাকায় খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

5 responses to “অসহায় ও দুঃস্থ মানুষের পাশে সেনা ও নৌবাহিনী”

  1. … [Trackback]

    […] There you can find 33742 additional Information on that Topic: doinikdak.com/news/9575 […]

  2. … [Trackback]

    […] Find More on to that Topic: doinikdak.com/news/9575 […]

  3. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/9575 […]

  4. … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/9575 […]

  5. … [Trackback]

    […] Here you will find 74371 more Info on that Topic: doinikdak.com/news/9575 […]

Leave a Reply

Your email address will not be published.