পারিবারিক বিরোধের জেরে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বালুঘাট গ্রামে আয়েশা খাতুন (৪০) নামের এক গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় রোববার সকালে নিহতের স্বামী তারা মিয়াকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে স্বামী তারা মিয়া স্ত্রী আয়েশা খাতুনকে গত বৃহস্পতিবার কথাকাটাকাটির একপর্যায়ে মারপিট করেন। মারপিটের ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরই জের ধরে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির নিকটবর্তী বাঁশঝাড়ে গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আয়েশা। এ সময় আয়েশার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিন। তার অবস্থার অবনতি হলে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান আয়েশা।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: আজিজুর রহমান জানান, গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তার স্বামী তারা মিয়াকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।