ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
ফুলেল শ্রদ্ধায় রানা প্লাজায় নিহতদের স্মরণ
Reporter Name

রানা প্লাজা ট্র্যাজেডির ৮ বছর

সাভারে বহুল আলোচিত রানা প্লাজা ট্র্যাজেডির আট বছর উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। তাদের সাথে কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন শ্রমিক সংগঠনও। 

ধসে পড়া রানা প্লাজার আট বছর উপলক্ষে সকালে রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

বিজ্ঞাপন

এসময় শ্রমিকরা ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান সরকারের কাছে।

শ্রমিকরা বলছেন, রানা প্লাজার সামনে কিছু অসাধু ব্যবসায়ী দোকানপাট গড়ে তুলেছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে। এছাড়া সংরক্ষণের অভাবে রানা প্লাজার খালি জায়গায় গড়ে উঠেছে বিশাল কচু ক্ষেতের স্তুপ।

অন্যদিকে রানা প্লাজার আট বছর উপলক্ষে রানা প্লাজার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।


নিউজ সোর্সঃ ফুলেল শ্রদ্ধায় রানা প্লাজায় নিহতদের স্মরণ

x