ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
লকডাউনের ১১তম দিনে শিথিল হয়ে পড়েছে বিধিনিষেধ
Reporter Name

করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনার লক্ষ্যে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ একেবারেই শিথিল হয়ে পড়েছে।

সরকার ঘোষিত টানা লকডাউনের ১১তম দিনে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি দেখা যায়নি। তবে সরকারি ছুটির দিন হওয়ায় যান চলাচল কম।

রাস্তায় অবাধে চলাচল করছে মানুষ। বেশ কয়েকটি জায়গা থেকেও তুলেও নেয়া হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। হঠাৎ কোথাও গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেলে তৎপরতা দেখাচ্ছেন পুলিশ সদস্যরা।

আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে। ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে কেনা-বেচা করতে বলা হয়েছে।

আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকলেও করোনা পরিস্থিতিতে আটকে পড়া শ্রমিকদের ফেরত পাঠাতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চালু রয়েছে। চলমান রয়েছে অভ্যন্তরীণ রুটেরও কয়েকটি ফ্লাইট।

২৮ এপ্রিলের পর আর লকডাউন নেই এরইমধ্যে এমন ইঙ্গিত দিয়েছে সরকারের বিভিন্ন মহল।

x