২৭ মার্চ শনিবার কানাডার টরন্টোর স্থানীয় সময় সকাল ১১টায় এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উদীচী কানাডার সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত ও সহ সভাপতি হাসমতারা চৌধুরীর সঞ্চালনায় এক ভার্চুয়াল আলোচনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল আলোচনায় মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের সেই সব দিনগুলির স্মৃতিচারণ করে বলেন, প্রবাসে থাকলেও আমরা গর্ববোধ করছি যে আমরাই স্বাধীনতার লাল-সবুজকে বিশ্বের দরবারে এনেছিলাম। তারা বলেন স্বাধীনতার শত্রুরা এখনো রয়েছে। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা স্মৃতি এবং বক্তব্যের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিউজ সোর্সঃ কানাডায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ মিলনমেলা